রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির মোটর র‌্যালী আগামী শনিবার

received 400069796015123

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

প্রেস বিজ্ঞপ্তি: মহান ১০ মাঘ মাইজভাণ্ডারী ত্বরিকার প্রর্বত্বক গাউসুল আযম হযরত মাওলনা সৈয়দ আহম্মদ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আগামী ২০ জানুয়ারী শনিবার রাউজানে বনাঢ্য মোটর র‌্যালী বের করা হবে। এ উপলক্ষে বুধবার বিকালে রাউজান এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ক,খ, গ জোনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক মাওলানা হাবিবুল হোসাইনের সভাপতিত্বে ও সচিব আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, প্রফেসার আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া, আব্দুল মালেক সওদাগর, সাংগঠনিক সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া, মোহাম্মদ আলী মাস্টার, মাওলানা মহিম উদ্দিন, আনিস উল খান বাবর,কাজী আসলাম,মিনহাজুল আবেদিন,আবু তৈয়ব মাষ্টার,তাজ উদ্দিন খান সোলাইমান। এই মোটর র‌্যালীটি শুরু হবে সকাল ৮টা থেকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা থেকে শুরু হয়ে গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হবে ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ