রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির শান-ই রাহমাতুল্লিল আলামিন সম্মেলন আগামী শনিবার

IMG 20231121 171032

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম বেলাল উদ্দিন রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা দায়রা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ),ফাতেহা-এ ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চন্দ্র বার্ষিকী উদযাপন উপলক্ষে শান-ই রাহমাতুল্লিল আলামিন সম্মেলন-২৩ আগামী ২৫ নভেম্বর শনিবার বাদ যোহর হতে উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।বিশেষ অতিথি থাকবেনমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল।উদ্বোধক থাকবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা দায়রা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ সরোয়ার সিকদার।প্রধান ওয়ায়েজিন থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ কাজী আবদুল আলিম রেজভী(মা.জি.আ)।সম্মানিত আলোচক থাকবেন ঢাকা জুরাইন মাজার শরিফ কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব ও একুশে,এটিএন নিউজের আলোচক আল্লামা মুফতি মোহাম্মদ মাসউদ রেজভী(মা.জি.আ),ফটিকছড়ি আজিমনগর মাদ্রাসা-এ গাউসুল আযম মাইজভান্ডারীর আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক(মা.জি.আ),রাউজান নোয়াজিষপুর মঈনীয়া আজিজিয়া মাদ্রাসার আরবি প্রভাষক  মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী (মা.জি.আ)।এতে সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা দায়রা শাখার সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম।এতে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ