
নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত রাউজান উপজেলা ক,খ,ও গ জোনের সকল শাখা কমিটির দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়। ২১ জুলাই শুক্রবার রাউজান উপজেলা সদর এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত সাংগঠনিক সংলাপে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহম্মেদ, শেখ মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. কাজী ইউছুপ, সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর সফিউল আলম নিজাম, সাংবাদিক শফিউল আলম,দিদারুল আলম, প্রফেসর আবু তাহের, ইউছুপ আলী,তাঁজ মোহাম্মদ মিয়া, মাওলানা হাবিবুল হোসাইন। এস এম মহিবুল উল্লাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম, আনিসউল খান বাবর,মামুন মিয়া,আক্কাস উদ্দিন মানিক,নাজিম উদ্দিন কালু, মোহাম্মদ আলী মাষ্টার প্রমুখ।