রাউজানে মরহুম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত

F.KABIR NEWS PIC

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : প্রয়াত রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজানে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মরহুমের পরিবারের পক্ষে গহিরার নিজ বাড়িতে জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়। রাউজানের সর্বস্তরের মানুষের সাথে বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দলে দলে গিয়ে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। গহিরায় পারিবারিক অনুষ্ঠান সূচিতে ছিল মেজবান আয়োজন। সকালে মসজিদের মিলাদ শেষে পরিবারের মরহুমের পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি,এ বি এম ফজলে শহীদ চৌধুরী,নাতি এড. সানজিদ রশীদ চৌধুরী,ফারাজ করিম চৌধুরী। এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারি কমিশনার ভুমি কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ । এছাড়া রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে ইউনিয়নের দলীয় কার্যালয়ে মরহুমের স্মরণে খতমে কোরআন, দোযা মাহফিল ও তবরুক বিতরণ করেন। এই কর্মসূচি শেষে তারা মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ