

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে প্রায় ৩’শ কেজি হালদা নদীর মাছের পোনা উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার( ২২আগস্ট) সকালে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় সরকারী পুকুর জলাশয়, দিঘি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুরে এই হালদা মা মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুুরী। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা পীয়ুষ প্রভাকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ভূমি কর্মকর্তা রিদোয়ানুল ইসলাম, কাউন্সিলর আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমূখ।
