নিজস্ব প্রতিবেদক,রাউজান: চট্টগ্রামের রাউজানে মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সুশীল বড়ুয়া (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের লিচু পাহাড়ে নিজের খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি স্থানীয় উত্তরা নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়।
গত দেড় বছর আগে তিনি বিয়ে করেন। দুইমাস বয়সী তাঁর একটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের মহামুনি মন্দিরের পিছনে লিচু পাহাড়ে নিহত সুশীল বড়ুয়ার মুরগির খামার আছে। সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে ছিলেন। পরে লোকজন দেখতে পেয়ে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে আনেন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মূৎসুদ্দি বলেন, ওই খামারি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে ছিলেন। লোকজন দেখে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে আনেন। যেহেতু দুঘর্টনা তাই পরিবারের সদস্য লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছে।