

এম কামাল উদ্দিন: মৃত্যুর ৭ দিন পর আবর আমিরাত থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল শাহরিয়ার সাদমান (২২) লাশ। বাবার কাধে চড়ে চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আরব আমিরাত থেকে চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় নিহত সাদমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২টায় হাজারো মুসাল্লির অংশ গ্রহনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শনিবার শাহরিয়ার সাদমান সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়া গ্রামের প্রবাসী জানে আলমের একমাত্র পুত্র। সাদমানের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সাদমানের বাবা জানে আলম সাথে গত জানুয়ারি মাসে প্রবাসে যান। শাহারিয়ার তাঁর বাবার সঙ্গে বৈদ্যুতিক ও পানি সঞ্চালন সংযোগের কাজ করতেন। একটি ভবনের বৈদ্যুতিক সঞ্চালন সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ।
