

এম কামাল উদ্দিন: রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-এর চ্যাম্পিয়ন হয়েছে রাউজান পৌরসভা। ৭জুলাই ফাইনালে টাইব্রেকারে পাহাড়তলী ইউনিয়নকে ২-১ গোলে হারায় তারা। পেয়ার প্লে পুরস্কার লাভ করেন পূর্ব গুজরা ইউনিয়ন। এতেও পুরস্কৃত হন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন দলের খেলোয়ার বিজয়ী দলের খেলোয়ার উৎস। ম্যান অব সিরিজ হয়েছেন রানারআপ দলের খেলোয়ার জগন্নাথ দাশ দলের খেলোয়াড়। রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে, পি আইও নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক ওসমান গণি রানার সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়ানুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র বশির উদ্দীন খান, ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ শাহাজান ইকবাল, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর প্রমুখ।
