রাউজানে পৃথক অভিযানে এগারো’শ লিটার মদসহ গ্রেপ্তার- ১

Raozan tana news pic

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

এম কামাল উদ্দিন: রাউজানে পৃথক দুইটি অভিযানে এগারো’শ লিটার দেশীয় তৈরী সোলাই মদ উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই সাথে দুইটি গাড়ী জব্দ করা হয়েছে। গত ২৩ আগস্ট বুধবার দিবাগত শেষ রাতে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে হাফেজ বজলুর রহমান সংযোগ সড়ক ও চট্টগ্রাম-রাঙ্গমাটি সড়কের শরতের দোকান এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে বিনাজুরী ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে ট্রাকভর্তি মদক পাচারের গোপন সংবাদ পেয়ে এস আই মোঃ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ট্রাকটি তাড়া করলে গাড়ীটি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শরতের দোকান এলাকায় ফেলে মাদক পরিবহনকারী লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ীটি তল্লাসী করে এক হাজার বিশ লিটার দেশীয় তৈরী মদসহ চট্টমেট্রো-ড-১১-১৬১১ নম্বরের গাড়িটি জব্দ করেন। অপরদিকে এসআই মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে হাফেজ বজলুর রহমান সংযোগ সড়কে তল্লাসী করে ৮০ লিটার সোলাই মদসহ মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক ব্যবসায়ী কাউখালী উপজেলার তালুকদার পাড়া গ্রামের মোঃ ফজল হকের পুত্র। জব্দ করা হয় চট্টগ্রাম-থ-১৫-০১০২ নম্বরের একটি সিএনজি অটোরিক্সা। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, ২৪ আগস্ট বৃহস্পতিবার থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু শেষে এক আসমীকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises