রাউজানে পূর্ব গুজরায় আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ;)’র সালানা ওরশ সম্পন্ন

6226936938169395 n

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: গাউছিয়া কমিটি বাংলাদেশ দঃ রাউজানের ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালাদর স্মরণে, আওলাদে রাসুল (দঃ) সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ও সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন শুক্রবার উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের হামজারপাড়া ঈদগাহ্ ময়দানে সংগঠনের সভাপতি আলহাজ্ব একেএম জাহাঙ্গীর আলম মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব মাওলানা আবুল হাসান মুহাম্মদ উমায়ের রজভী,বিশেষ বক্তা ছিলেন অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী কাদেরী। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর,সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ জামাল উদ্দীন,সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ,মাওলানা আবদুল আজিজ,মোহাম্মদ আবদুল কাইয়ুম মেম্বার,আবদুল সালাম রায়হান,জাহেদুল হক,ফিরোজুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ছাবের,উপধাক্ষ্য মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা আবু ইউসুফ কাদেরী, সৈয়দ ফজল আকবর, মুহাম্মদ মামুন, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ শাহেদ, মাওলানা শিহাব উদ্দিন সুলতানি, মাওলানা আমিনুল ইসলাম কাউসার,হাফেজ মাওলানা হাসান ইমাম,নওশাদ হোসাইন, মুহাম্মদ মফিজ শাহ্, আবদুল করিম, হাফেজ আবদুল কাদের, হাফেজ মুহাম্মদ আজাদ, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা লোকমান হাকিম,মাওলানা আবদূস শহীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আমিন,প্রবাসী আবদুল খালেক, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ আলী সওদাগর, সাংবাদিক রমজান আলী, মুহাম্মদ তসলিম উদ্দীন, মুহাম্মদ বাবুল মাষ্টার,ইন্জিনিয়ার মুহাম্মদ রুবেল,মাওলানা আবদূর রহিম, মাওলানা শওকত ওসমান,আবদুল করিম কোম্পানী, নুরুল কবির, মুহাম্মদ রাশেদ,ফোরকান নূরী,মুহাম্মদ দিলদার আলী,আবদূল লতিফ,সৈয়দ মুহাম্মদ শাকিল,আক্কাস নূরী,আজিম উদ্দীন চৌধুরী, মুহাম্মদ জাহেদ মান্না, মুহাম্মদ ফয়েজ, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ তারেক, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ মাহিম, মুহাম্মদ রিদয়, মুহাম্মদ সাদ্দাম সহ প্রমূখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ