প্রেস বিজ্ঞপ্তি: রাউজানের পূর্ব গুজরায় প্রাচীন শিব মন্দিরের ২৩৬ তম সার্বজনীন শিব মন্দিরে শিবরাত্রীব্রত, শিব চতুর্দ্দশী পূজা, মহতী ধর্মীসভা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠিত হয়।উদ্বোধক উপস্থিত ছিলেন দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী’র ধ্যানপীঠ পরিচালনা পরিষদের সভাপতি জ্যােতির্ময় চৌধুরী কাজল। প্রধান অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রিটন মহাজনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী’র ধ্যানপীঠ পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কানু রাম দাশ,প্রধান বক্তা ছিলেন দি চিটাগাং ট্রাষ্ট চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিক, আলোচক ছিলেন বাংলাদেশের বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব দে শম্ভু।রাউজান প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, মিলন বৈদ্য শুভ।বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি, পলাশ সেন, ঝিন্টু শীল, সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য,দশভুজা ও সাধক ধ্যানপীঠ রঘুনন্দন চৌধুরী’র পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক সত্য রঞ্জন দাশ, সহ সাধারণ সম্পাদক প্রণব কান্তি দাশ, জগন্নাথ মন্দিরের সভাপতি আশীষ কুমার ঘোষ, শিব মন্দির পরিচালনা পরিষেদর সহ সভাপতি বিকাশ দে, সহ সভাপতি লিটন বৈদ্য, সাধারণ সম্পাদক তপন বৈদ্য, সহ সাধারণ সম্পাদক পঙ্কজ মহাজন, সহ সাধারণ সম্পাদক টিটন বৈদ্য, অর্থ সম্পাদক পলাশ দত্ত, সহ অর্থ সম্পাদক অজিত বৈদ্য, উৎসব কমিটির সভাপতি নেপাল দে, অর্থ সম্পাদক রূপন কান্তি দে,সাংগঠনিক সম্পাদক অরবিন্দু বৈদ্য,দি সনাতন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাহী সদস্য রাজিব দে,সুমন মহাজন,সজিব দে,রাজু দে,অভি দত্ত,কাজল দে,পরিতোষ দে,জিকু দে,সাগর দে,প্রদীপ দে,দীপঙ্কর দাশ, মহাজন,কাজল দে (১), সজল দে,মিঠন দে,সুব্রত দে, রকি দত্ত। অনুষ্ঠানে বিচারক ছিলেন ভ্রাম্যমান গীতা প্রচার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অপূর্ব দে, অর্থ সম্পাদক সুজন চক্রবর্ত্তী, ভ্রাম্যমান গীতা প্রচার সংঘের রোমান চৌধুরী।নৃত্য পরিবেশ করেন,মিথিলা বৈদ্য,মৌমি বৈদ্য,ঐশি বৈদ্য,প্রিয়া দে,রুবেল সরকার,পুজা বড়ুয়া,অহনা বড়ুয়া,দত্ত,প্রিয়সী দে,পূর্না দে,আয়সি দে,তুষ্টি চৌধুরী, বিন্দু দাশ প্রমূখ।
সম্পর্কিত
রাউজানের পূর্ব গুজরায় শাহ্ সুফি বদি উদ্দীন ফকির (রাঃ) ওরশ ওরশ বুধবার
পড়া হয়েছেঃ ৪১০ নিজস্ব প্রতিবেদক,রাউজান: প্রখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ্ সুফি আলহাজ্ব বদিউদ্দীন ফকির (রাঃ)- এর ৩২তম বার্ষিক পবিত্র ওরশ…
বদুপাড়ায় দুইদিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ২৫ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান পাহাড়তলি ইউনিয়নের বদুপাড়ায় দুইদিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত। ২৭ ও…
রাউজানে হযরত এয়াছিনশাহ (রহঃ) বার্ষিক ওরশ শরিফ শনিবার
পড়া হয়েছেঃ ২৭৫ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান উপজেলার এয়াছিন্নগরস্থ বার আউলিয়ার অন্যতম হাযত রাওয়া মুশকিল কোষা হযরত এয়াছিনশাহ (রহঃ)বার্ষিক…