রাউজানে পুলিশের হাতে  অবৈধ অস্ত্র ব্যবসায়ী আটক

IMG 20230906 WA0002

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান :রাউজানে অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশে অবস্থানকালে মো. লোকমান হোসেন (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর  বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের সময় নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পূর্ব পাশ্বে খায়েজ আহম্মদ চেয়ারম্যান এর নতুন বাড়ি যাওয়ার রাস্তার ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুনল বিশিষ্ট একট্ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার লোকমান রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরামিশ পাড়া গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বিক্রয়ের উদ্দেশে অবস্থানকালে অবৈধ অস্ত্র ব্যবসায়ী লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লোকমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের চারটি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ