রাউজানে পানিতে ডুবে শিশু মৃত্যু

FB IMG 1605789107203 800x445 1

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে পুকুরের পানিতে ডুবে মঈনুদ্দিন আহমেদ খসরু (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের কারিগর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত খসরু মাওলানা জিলহজ্ব উদ্দীনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, রবিবার বেলা সাড়ে ১২টায় খেলতে বের হয় শিশু খসরু। এরপর তার এক মামাতো ভাই পুকুরে পড়ে যাওয়ার খবর দিলে স্থানীয়রা গিয়ে উদ্ধার করার পর গহিরা একটি বেসরকারি হসপিটালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে লাশ নিয়ে বাড়িতে ফিরেন নিহত শিশুর স্বজনেরা।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ