

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ার হাজী আবদুল মজিদের বাড়ীতে এ ঘটনা ঘটে। জানাতুল মাওয়া ঐ এলাকার সালাউদ্দিনের মেয়ে বলে জানা যায় । পারিবারিক সূত্রে জানা যায় , জান্নাতুল মাওয়ার মা দুপুরে ঘরে খাবার রান্নায় কাজে ব্যস্ত ছিলেন। খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির অদুরে একটি পুকুরে পড়ে যাই। সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরিবারের লোকজনের সহয়তায় ডুবন্ত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। উভয় হাসপাতালের চিকিৎসকেরা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর মরদেহ নিয়ে বাড়িতে ফিরেন নিহত শিশুর স্বজনেরা।
