নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে পবিত্র মাহে রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (দ) কে স্বাগত জানিয়ে জশনে জুলুছ (শোভাযাত্রা) করেছে উপজেলা গাউসিয়া কমিটি। ৫ই বৃহস্পতিবার উপজেলার চট্টগ্রাম কাপ্তাই সড়কের ব্রাহ্মণহাট হতে শুরু করে নোয়াপাড়া বাজারসহ কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এই জশনে জুলুসে অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, নানা ধরনের বাণী ও শ্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার দক্ষিনের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি আহমেদ সৈয়দ, জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব হাবিবুল ইসলাম চৌধুরী, আজিজুল হক, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা সৈয়দ শওকত হোসাইন, মুহাম্মদ জাহেদুল হক, শফিউল আজম কোম্পানি, মফিজুল হক, হাফেজ মাওলানা আজিজ উদ্দিন, ফিরোজুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ মফিজল আলম শাহ, মুহাম্মদ ইউনুস আলম,সৈয়দ এরশাদ মুন্না, আবদুর রহমান সোহেল, সৈয়দ মুহাম্মদ সাহেদ,মুহাম্মদ তসলিম উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ যুবাইদুল ইসলাম রাকিবপ্রমূখ।জুলুসে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পৃথিবী থেকে অন্ধকার অনাচার ব্যভিচারসহ মানবতা বিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার মহানবী হযরত মুহাম্মদ (দ.)। জুলুসের মাধ্যমে নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করা হয়, কেননা তিনি আমাদের জন্য রহমত। যা কুরআন দ্বারা প্রমাণিত।