রাউজানে নৌকার সমর্থনে বিশাল মিছিল ও পথসভা

raozan awami lig misil pic 1

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে  মিছিল ও পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে মুন্সির ঘাটা এলাকায় পথ সভা করেন। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুমন দে, পৌর কাউন্সিলর আলমগীর আলী, শওকত হাসান চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, মাহবুল আলম, সাইফুউদ্দিন চৌধুরী সাবু, রুনু ভট্টচার্য্য, পৌর আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, তসলিম উদ্দিন, কৃষক লীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, আহসান হাবিব চৌধুরী, আজিজ উদ্দিন ইমু, তপন দে, আজাদ খান, দিপলু দে, হাসান মোহাম্মদ রাসেল, আবু ছালেক, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা মনির তালুকদার, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলূ, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, বোলাল হোসেন সিফাত, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ