রাউজানে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বিপুল ভোটে জয়ী

abm fazla korim chy mp pic raozan

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন,রাউজান: চট্টগ্রামের রাউজানে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক পেয়েছেন মাত্র ৩ হাজার ১৫৯ ভোট। রবিবার রাতে প্রকাশিত বেসরকারি ফলাফলে এই চিত্র দেখা গেছে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়। ৭ জানুয়ারী রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। গহিরা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামীলীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুুরী, তার দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী। ভোট কেন্দ্রেগুলো ঘুরে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অপর তিন প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী শফিকুল আলম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, চেয়ার প্রতীকের ইসলামিক ফ্রন্টের প্রার্থী স.ম জাফর উল্লাহ পেয়েছেন ১ হাজার ৯৩৯,তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীত প্রার্থী মোঃ ইয়াহিয়া জিয়া চৌধুরী পেয়েছেন ১ হাজার ১৪৯ ভোট। এসব প্রার্থী সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ৯৫টি কেন্দ্রে প্রত্যেক প্রার্থীর পালিং এজেন্ট তাদের স্ব স্ব দায়িত্ব পালন করেন। ভোটের মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, আনসার ব্যাটালিয়ন, সেনাবাহিনী, বর্ডার গার্ডের সদস্যরা। ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান ও গাড়ি নিয়ে টহল দিতে দেখা যায় তাদের। সকালে রাউজানের গহিরা কোতয়ালী ঘোনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফজুল হায়দার চৌধুরী রোটন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ¦ খোরশেদ আলম। ভোট কেন্দ্র পরিদর্শন কালে দুপুর ১২ টার সময়ে হলদিয়া জানিপাথর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, অবাধ ও সুষ্ট শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন কার্যক্রম চলছে। রাউজানের রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে মহিলা ও পুরুষ লাইন ধরে ভোট কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী ১৯৯৬ সাথে প্রথম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কাছে পরাজিত হন। ২০০১ সালে দ্বিতীয় বার মনোনয়ন পেয়ে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে পুনরায় বিএনপির একই প্রার্থীকে পরাজিত করেন।  ২০১৪ বিরোধীদলগুলি সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তিনি পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে চতুর্থবার নির্বাচিত হন । সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ