এম কামাল উদ্দিন : চট্টগ্রামের রাউজানে নিজের খামার থেকে ফেরার পথে হালদার শাখা নদীতে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর ব্যবসায়ী সাহেদ হোসেন বাবুর (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (৯ আগস্ট) ভোর ৪টায় কচুখাইন ছায়ার চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যা ৭টা দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের বাড়ীঘোনা খালে নৌকা উল্টে নিখোঁজ হন তিনি।নিহত সাহেদ রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর উরকিরচর গ্রামের মরহুম এস এম ইউসুফ সিআইপির ছেলে। তার চার বছর বয়সী ‘ইউহান’ নামের এক ছেলে রয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল জানান, সাহেদ তার বাড়ির অদূরে মাছ, গরু ও মহিষের খামার করেছেন। তার খামার রোববার (৬ আগস্ট) বন্যার পানিতে ডুবে যায়। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় তার খামার দেখতে কয়েকজনকে সাথে নিয়ে যান। পরে সন্ধ্যা ৭টার দিকে খামার থেকে নৌকা নিয়ে ফেরার পথে বাড়ীঘোনা খালের ওপর নির্মিত একটি লোহার ব্রিজের সাথে নৌকার ধাক্কা লাগে। সাথে সাথে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকায় থাকা বাকি চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনি বন্যার পানির স্রোতে হারিয়ে যান। পরে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ পুলিশসহ স্থানীয় লোকজন তল্লাশি অভিযান পরিচালনা করেও সন্ধান পায়নি। মঙ্গলবার ঘটনাস্থলে পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী। নিহত শাহেদের পারিবারিক সূত্রে জানা যায়, ৯ আগষ্ট বুধবার সকাল ১১ টায় চকবাজার অলি খাঁ মসজিদে ১ম ও দুপুর ২টায় উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে নিহত শাহেদের নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পর্কিত
মিরসরাইয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
পড়া হয়েছেঃ ৮০ নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোছা. ফাবিহা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।…
হাটহাজারীতে চাঁদের গাড়ি কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ
পড়া হয়েছেঃ ৩৫১ নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর পাড়ের সামান্য উত্তরে বাদামতল এন জেড কমিউনিটি সেন্টারের…
রাউজানে আলহাজ্ব মাওলানা ইউছুফের জানাযা ও দাফন সম্পন্ন
পড়া হয়েছেঃ ৫৭ নিজস্ব প্রতিবেদক, রাউজান : কওমি অঙ্গনের প্রবীণ আলেমেদ্বীন রাউজান জলিল নগরস্থ ছৈয়্যাদুশ শোহাদা (রাঃ)মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ…