নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় নারী কমীদের সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজাই মারমা। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রনালয় (এলজিডি) ২০২০ সালে চার বছরের জন্য পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পটি গ্রহণ করেছিল। ২০২৪ সালের ৩১ মার্চ প্রকল্পটির মেয়াদ শেষ হয়। এ কর্মসূচীর আওতায় রাউজানের ১৩ ইউনিয়নের ১১৯ জন নারী দৈনিক ২৫০ টাকা বেতনে চাকরী করেন। মাসে প্রাপ্ত ৭ হাজার ৫ শত টাকা বেতন থেকে সঞ্চয় বাবদ জমা রাখা হয় ২ হাজার ৪ শত টাকা। চার বছরে জমাকৃত টাকা ও জমাকৃত টাকার লভ্যংশ সহ ১ লাখ ৬৮ হাজার ৮০ টাকার প্রতিজনকে চেক প্রদান করা হয় বিদায় বেলায়। একই সাথে কাজের মূলায়ন সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ১১৯ নারী কর্মীকে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজাই মারমা বলেন, সততা ও দক্ষতার সাথে দীর্ঘ চার বছর নারী কর্মীরা কাজ করেছেন। বিদায় বেলায় তাদের সম্মানের সাথে সরকার বিদায় দিয়েছেন। আগামীতে এ প্রকল্প গ্রহণ করা হথে অগ্রাধিকার ভিক্তিতে তাদের মূলায়ন করা হবে।
সম্পর্কিত
রাউজানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত চারজন
পড়া হয়েছেঃ ১৮৯ এম কামাল উদ্দিন: রাউজানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হয়েছে। ২১ মে মঙ্গলবার দুপুর দুইটার…
রাউজানে আয়শা মেডিকেলে ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও খাবার বিতরণ
পড়া হয়েছেঃ ৩০১ এম কামাল উদ্দিন: চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ায় মা ও বাবার নামে প্রতিষ্ঠিত আয়শা ফ্রি মেডিকেল…
রাউজানে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানার যৌথ অভিযান
পড়া হয়েছেঃ ১৯১ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা…