নিজস্ব প্রতিবেদক, রাউজান : দোলনার রশিতে খেলার সময় গলায় ফাঁস লেগে মেহরাজ হোসেন রাকিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজা বাপের বাড়িতে। মুমূর্ষু অবস্থায় শিশুটি উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শিশু রাকিব ওই এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করে শিশুটির পিতা মোহাম্মদ আলমগীর অশ্রুসিক্ত কন্ঠে বলেন, রাকিব দোলনায় দোলার বায়না করলে ঘরের বারান্দায় রশি দিয়ে দোলনা বেঁধে দিয়েছি। সেই দোলনায় খেলছিল। হঠাৎ দোলনার রশি গলায় পেঁচিয়ে মারা যায়।