নিজস্ব প্রতিবেদক, রাউজান : শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার মানসে চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে তকি সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বিদ্যালয়ের সততা স্টোরের শুভ উদ্বোধন করেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: জালাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, ৪:নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তৈয়ব, প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা অংশুমান বড়ুয়া, জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম লিটন, রুবেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া, বিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয়া বড়ুয়া,সুমনা বড়ুয়া ও পারমিতা দাশ গুপ্তা। সততা স্টোর উদ্বোধন শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে
চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ শিক্ষার্থীদেরকে একুশের চেতনা ধারণ করে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আহবান জানান।