রাউজানে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত চারজন

Accidant news pic 21.05

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন: রাউজানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন আহত হয়েছে। ২১ মে মঙ্গলবার দুপুর দুইটার সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সওদাগর পাড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের পুরাতন বাড়ির আব্দুর শুক্কুর সওদাগর (৫৮), তার স্ত্রী রুজি আকতার (৪৫) মেয়ে রুমা আকতার (২০)। এই দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশা চালক আমির হোসেনের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার আদিলপুর গ্রামে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন পূর্বে আব্দুল শুক্কুরের কন্যা রুমা আকতার বাড়িতে চা বানানোর সময় শরীরে গরম পানি পড়ে পুড়ে যায়। ক্ষতস্থানে নিয়মিত ড্রেসিং করার জন্য কন্যাকে নিয়ে সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম থ-১৩-০৭৪৫) করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে আসার সময় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সামনে একটি ইটবাহী ট্রাকের (ফেনী-ড-১১-০২২৪) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চালকসহ সিএনজি অটোরিকশার তিনযাত্রী আহত হয়। এ সময় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম হিরু জানান,আহত চারজনের মধ্যে আব্দুল শুক্কুরের স্ত্রী রুজি আকতারের অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য জানে আলম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ