রাউজানে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

jal hotta Dibos Raozan pic 1 scaled

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

এম কামাল উদ্দিন: চট্টগ্রামের রাউজানে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার উপজেলার গহিরা ইউনিয়নে সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, ১৪ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বোরহান উদ্দিন কাদেরী।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises