নিজস্ব প্রতিবেদক,রাউজান : দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া পথেরহাটস্থ কর্ণফুলি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা শাখার আমীর শাহজাহান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী। সংগঠনের সেক্রেটারি রিদোয়ান শাহ এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য মাওলানা জামাল হোসাইন। বক্তব্য রাখেন রাউজান উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক বেলাল মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ ইমন, আকতার কামাল। আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাউজান দক্ষিনের সভাপতি মুহাম্মদ আবু বক্কর, সাবেক সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম আনসারী, মুহাম্মদ হারুন আল রশিদ, হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির রাউজান উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে এক বিশাল মিছিল দক্ষিন রাউজানের নোয়াপাড়া পথেরহাট প্রদক্ষিন করে। এসময় বক্তবা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের ইতিহাস আয়না ঘরের ইতিহাস, দুর্নীতির ইতিহাস। গত ৫ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। আমরা খুন,গুম ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে সকলের সহযোগিতা চাই।
সম্পর্কিত
রাউজানের উত্তর সর্তায় জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ অনুষ্টিত
পড়া হয়েছেঃ ৩৯৫ নিজস্ব প্রতিবেদক, রাউজান : বিশ্ব অলী শাহান মাহ জিয়াউল হক মাইজভান্ডারীর ৯৫ তম খোশরোজ শরীফ উপলক্ষে মাইজ…
রাউজানের মুকারদিঘীর পাড়ায় খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৩৬৭ এম কামাল উদ্দিন : রাউজানে খাজা গরীবে নেওয়াজ (রা.)স্মৃতি সংসদ ও এলাকাবাসির যৌথ ব্যবস্থাপনায় হযরত খাজা গরীবে…
রাউজানে ২২-তম সুন্নী কনফারেন্স কাল সোমবার সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাহঃ) সালানা ওরশ মোবারক
পড়া হয়েছেঃ ৩৫৯ এম বেলাল উদ্দিন,রাউজান: গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা শাখার আয়োজনে ২২-তম তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স ও দাওয়াতে…