রাউজানে জশনে জুলুছ উপলক্ষে গাউসিয়া ছাত্র ফোরাম এর প্রস্তুতি সভা

received 635037961942173

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান :আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় আউলাদে রাসূল (সাঃ), গাউসে জামান, হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃ আলী)’র  ছদারতে ঢাকা ও চট্টগ্রামে বিশ্বের বৃহত্তম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এ অংশগ্রহণ ও পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র‍্যালী সফল করার লক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর মঞ্জিলে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।গাউসিয়া ছাত্র ফোরাম এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শাউন উদ্দিন নিজাম এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দেলোয়ার হোসাইন, হেলাল উদ্দিন ছোটন, মোহাম্মদ খোরশেদ, শাহেদুল ইসলাম সবুজ, জাহেদুল ইসলাম, মোহাম্মদ আরফাত, এখতিয়ার উদ্দিন, আলী হোসেন জুয়েল, রিদুয়ান উদ্দিন নিশান, শাহাদাত হোসেন হিরণ, মোহাম্মদ সাকিব, মাহিদুল হাসান জিসান, হোসাইন মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ জিসান, মোহাম্মদ নয়ন প্রমুখ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ