রাউজানে ছাত্রসেনার মিলাদুন্নাবী (দ:) এর স্বাগত জুলুস অনুষ্ঠিত

IMG 20240903 232717

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের স্বাগত জুলুসের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় স্বাগত জুলুসের র‍্যালী চুয়েট গেইট থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কে পাহাড়তলী প্রদক্ষিণ করে ডি,এন প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় সহস্রাধিক সেনা কর্মীর উপস্থিতে নারায়ে তাকবির নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত হয়েছিল কাপ্তাই সড়কের আশেপাশ। জুলুস পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা রবিউল হোসাইন সুমন। সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরি, আলহাজ্ব মাওলানা আবু কাশেম রেজভী, আলহাজ্ব মাওলানা শওগত হোসেন রেজভী,মোহাম্মদ ফজল আকবর, যুবনেতা কাজী শওকত উদ্দিন,যুবনেতা জয়নাল আবেদীন জাবেদ,ছাত্রনেতা এনামুল হক মুন্না,মোহাম্মদ আনিছ,আব্দুছ ছাত্তার,ছাত্রনেতা মুহাম্মদ জাবেদুল ইসলাম,মুহাম্মদ রফিকুল ইসলাম,মাওলানা ইলিয়াস,জাকের হোসেন,মুহাম্মদ রাশেদুল ইসলাম ইমন,মোহাম্মদ শওকত,ইদাদুল হক ইমতিয়াজ,মুহাম্মদ জুনাইদুল হক হৃদয়, মুহাম্মদ আনিসুল মোস্তফা,মাওলানা সাজ্জাদুল হক কাদেরী,হিরাম উদ্দীন বাবলু, আলমগীর শাহ,মোহাম্মদ ফারহান,ফরহাদ কায়সার,আবরার মাহতাব খোকন,মোহাম্মদ ইয়াসিন আরফাত,মোহাম্মদ নাজিম, রবিউল হোসেন রাকিব, দিলশাত আরফাত,মোহাম্মদ জুবায়ের,কাজী আসিফ,সৈয়দ আবু হাসান,মোহাম্মদ সাকিব,আশিকুর রহমান নয়ন, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো কর্মীবৃন্দ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ