রাউজানে গাড়ি ভাঙচুর-ককটেল বিষ্ফোরণে বিএনপি, গ্রেপ্তার ৫

received 653841180154211

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রামের রাউজানে  ককটেল বিষ্ফোরণ করে গ্রেপ্তার হলেন বিএনপি ৫ নেতাকর্মী। ২ নভেম্বর  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এই তথ্য নিশ্চিত করেছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হাড়পাড়া গ্রামের মাইজ্জ্যা মিয়ার ঘাটার হারুন স্টোরের সামনে লাঠিসেটা, দেশীয় অস্ত্রশস্ত্র ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্যাদি বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচী পালন কালে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পূর্বে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, ককটেল বিষ্ফোরণ ও এক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছে। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, গাড়ির গ্লাস ভাঙ্গা কাঁচের টুকরা, বিস্ফোরিত পেট্রোল বোমার কাঁচের বোতলের ভাঙ্গা অংশ, বিভিন্ন সাইজের ইটের ৭টি টুকরা, ৯টি বিভিন্ন সাইজের কাঠের লাঠি, ও ২টি গাড়ি আটকানোর কাজে ব্যবহৃত পেরেক সংযুক্ত কাঠ উদ্ধার করা হয়।  গ্রেপ্তার পাঁচজন হলেন নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত নুর আহাম্মদের ছেলে মো. হাসান(২৩), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জসীম উদ্দিনের ছেলে মো. নিশান (২৭),  পাহাড়তলী ইউনিয়নের ০৭নং ওয়াডের মৃত খলু মিয়ার ছেলে মোঃ নাছির উদ্দিন(৪০), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. সেকান্দর মিয়ার ছেলে  মোঃ হাছান(৩৩) ও ৭নং ওয়ার্ডের মৃত মোক্তার আহম্মদের ছেলে এমদাদুল হক(৫২)। গ্রেপ্তার ৫জনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে মামলা রুজু হয়। বিএনপি নেতাকর্মীদের হাতে মারধরের শিকার ওই আওয়ামীলীগ নেতার নাম মো. নুরুল কাশেম (৪৯)। তিনি পাহাড়াতলী ইউনিয়নের ৮নং ওয়াার্ডের শেখপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,  বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গ্রেপ্তার ৫জনকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ