নিজস্ব প্রতিবেদক, রাউজান : গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার ব্যবস্থাপনায় ২০২৩ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান গত শনিবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ চারাবটতল খানকাহ-এ কাদেরিয়া তৈয়্যবীয়া তাহেরিয়ায় অনুষ্ঠিত হয়। আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার সভাপতি ইউপি চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু। গাউসিয়া কমিটি রাউজান উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম নেজামী। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শাহেদ উল্লাহ জনি, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, মাওলানা আজগর হোসাইন, মোঃ মিজানুর রহমান, শাহাদাত হোসেন মুন্না, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ খোরশেদ, হেলাল উদ্দিন ছোটন, আলী হোসেন জুয়েল, শাহেদুল ইসলাম সবুজ, শাউন উদ্দিন নিজাম, জাহেদুল ইসলাম, রিদুয়ান উদ্দিন নিশান। অভিষেক অনুষ্ঠানে গাউসিয়া কমিটি রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার সভাপতি মোঃ জিসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব সহ কার্যকরী পরিষদের ৭১ জন সদস্য শপথ গ্রহণ করেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin