নিজস্ব প্রতিবেদক, রাউজান : গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার ব্যবস্থাপনায় ও গাউছিয়া কমিটি বাংলাদেশ মোসাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত হজরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রাহ:) এর ৬৫তম সালানা ওরস মোবারক ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার ছমদ আলী সিকদার পাড়া ঈদগাহ চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান। গাউছিয়া কমিটি বাংলাদেশ ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার সভাপতি মুহাম্মদ মহিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী, গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ শফিউল আজম কোম্পানি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ এসকান্দর, মোহাম্মদ নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলি অহিদুল্লাহ শাহ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু তাহের আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন ছমদ আলী সিকদার পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইসহাক আল কাদেরী। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন ও ইউনিট শাখার কর্মকর্তা, সদস্যসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল উপলক্ষে সাজসজ্জা করা হয়। বাদে আছর খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। বাদে এশা মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।