রাউজানে খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

received 2705414679621735

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের দক্ষিণ গহিরা খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ও খাঁন সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ ফেব্রুয়ারি) সকালে স্কুলে মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার রফিউল করিম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাহমিদা করিমের সভাপতিত্বে ও শিক্ষক আনিস উল খান বাবরের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাউজান পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক টুটু মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন স্কুরের প্রতিষ্ঠাতা সদস্য রিজিয়া হক, তানিয়া তাজিন করিম, এড. এম এ মালেক, শিক্ষাঅনুরাগী সদস্য এস এম মোদাচ্ছের হক, মো : ফোরকান মো: সালাউদ্দীন,মো: মোজাফফর মাস্টার, মো: ফরিদুল আলম, মো: সিরাজুল হক, মো: আহমদুল হক,মো: কবির আহমদ, মো: নাজিম উদ্দীন। উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানা পারভীন, মৌলানা মো: ফখরুদ্দিন খোন্দকার, ছন্দা বড়ুয়া, আইনুরনাহা, শর্মি বড়ুয়া, আলমগীর, সেতু প্রিয় দাশ, মিজানুর রহমান, দিদারুল আলম, শিম্পা দে, নাঈমউদ্দীন, একরাম হোসেন, সন্তোষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন অতিথিবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises