রাউজানে ইসতেস্কার নামাজ আদায়

IMG 20240426 WA0010

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : সারাদেশে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে রহমতের বৃষ্টির জন্য রাউজানে ইসতেস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। (২৬এপ্রিল) শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী(রহঃ) জামে মসজিদ সংলগ্ন খোলা ময়দানে এই নামাজ আদায় করেন মুসল্লিরা।এসময় মসজিদের খতিব সাংবাদিক  মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী নামাজের ইমামতি ও অনাবৃষ্টি, গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনায় সকল মুসল্লিকে নিয়ে মোনাজাত করেন। এসময় মিলাদ কিয়াম পরিবেশন করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুরুল আবছার।এতে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব আবুল বশর চৌধুরী সহ কয়েকশ মুসল্লি নামাজ আদায় করেন এবং বৃষ্টির জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করেন।এর আগে জুমার নামাজের খুতবার বয়ানে খতিব মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী বলেন হজরত মা আয়েশা সিদ্দীকা (রাঃ) আনহা বলেন, রাসুল(স.) বৃষ্টি নামতে দেখলে বলতেন, ‘আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া’ অর্থাৎ হে আল্লাহ, উপকারী বৃষ্টি আমাদের ওপর বর্ষণ করুন। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করতে পারি যে, হে আল্লাহ তোমার রহমতের বৃষ্টির মাধ্যমে আমাদের গোটা দেশকে প্রশান্তিময় করে তোলো।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ