নিজস্ব প্রতিবেদক, রাউজান : দৈনিক ইনকিলাবের রাউজান উপজেলা সংবাদদাতা ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মওলানা এম বেলাল উদ্দিনের পিতা সাবেক কাস্টম কর্মকর্তা আলহাজ্ব জহুর আহম্মদের ১৮তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল (১৭ মে শুক্রবার)হলদিয়া ইউপির গর্জনিয়া নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।বাদ জুমা খতমে কোরআন,খতমে গাউছিয়া,মিলাদ কিয়াম ও বকালে কবরপাড়ে দোয়া মুনাজাত অনুষ্টিত হয়।এতে মুনাজাত পরিচালনা করেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা সৈয়দ মুঃ লুৎফুর রহমান।দোয়াতে শরিক হন মরহুমের বেয়াই মোঃ হোসেন, মরহুমের ছোট জামাতা মাস্টার মাসুদ কায়সার,মুহাম্মদ নুরুল হায়দার,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা আবদুল মালেক,মাওলানা হাফেজ ওমর ফারুক,আলহাজ্জ মাওলানা সোলায়মান চৌঃ,মাওলানা হারুন কাদেরী,মাওলানা সৈয়্যদ গিয়াস উদ্দিন,মাওলানা আবদুল মাবুদ,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা মিনহাজ,মাওলানা হাসানুল করিম,মাওলানা এমরান হোসাইন,মোঃ ফয়সাল হোসাইন বাবলু,মোঃ খসরু,প্রবাসি মোঃ ইসমাইল,প্রবাসী মোঃ আবছার,মোঃ রফিক,রবিউল হোসেন খোকন,মোঃ জাবেদ,প্রবাসী আহাম্মদ ছাফা,সৈয়্যদ মুহাম্মদ কপিল উদ্দিন প্রমুখ।