নিজস্ব প্রতিবেদক, রাউজান : আহলে সুন্নাত ওয়াল জাম’আত রাউজান উপজেলার এর ব্যবস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদের মাগফেরাত কামনা ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব শহিদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের দাবীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩১আগস্ট শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাউজান উপজেলা রাউজান সদরস্থ জলিল নগর বাসস্ট্যান্ডে সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী। কাজী মাওলানা শফিউল আজম, মাছুমুর রশিদ কাদেরী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। বক্তব্য রাখেন জামেয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়েখুল হাদিস হাফেজ আল্লামা সোলাইমান আনসারী, অধ্যক্ষ তৈয়ব আলী, গোলামুর রহমান আশরাফ শাহ,অধ্যক্ষ আবু তাহের,মুফতি ইব্রাহিম হানেফী,অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী, সৈয়্যদ হাসান আযাহারী, মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরি, মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী,রাশেদুল ইসলাম, মাওলানা এস এম ইদ্রিস আনসারী,স.ম জাফর উল্লাহ, মাওলানা সৈয়দ আইয়ুব বদরী,মাওলানা সেকান্দর হোসাইন, মুহাম্মদ আবু বক্কর সওদাগর, এস এম ইয়াছিন হোসাইন,মাওলানা আহমদ হোসাইন, অধ্যাপক জামাল উদ্দিন,শামসুল আলম হেলালী,মাষ্টার নুর নবী,মাওলানা মাহবুবুর রহমান হাবীবি,জিল্লুর রহমান হাবীবি, শামসুল আলম নঈমী,মাওলানা আবুল কাশেম রেজবী, শফিউল আলম আজীজি, ইউনুস মিয়া কোম্পানী,মাষ্টার জাকের হোসেন,মুহাম্মদ হানিফ, মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ,মুহাম্মদ আবু তাহের, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী,মহিউদ্দিন জিলানী,আবু ওসমান,অধ্যাপক ওহিদুল আলম,মোহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ ইসমাঈল,আমান উল্লাহ আমান, মোহাম্মদ নুরুল হায়দার হ,মাওলানা আলী আজম,সেকান্দার সুমন,কে এম আজাদ রানা,ছালামত রেজা, সাইফুল নেজামী, জয়নাল আবেদীন জাবেদ,সৈয়দ গোলাম কিবরিয়া,কাজী তাজুল ইসলাম আসিফ কাজী কায়েস,মোহাম্মদ বোরহান। বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন সমাজের রূপকার সফল রাষ্ট্রনায়ক প্রিয় নবী হযরত মোহাম্মদ (দ.)। সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের অহিংস আন্দোলন চলমান থাকবে। ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার দাবী করে শায়খুল হাদীস আল্লামা সোলাইমান আনসারী বলেন, “হাজারো তাজাপ্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”এ আন্দোলনে যারা হতাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জোড় দাবী জানান তিনি। “ইসলামি স্থাপনা ও সংখ্যালঘুদের উপর হামলা করে দেশকে আবারও অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার ষড়যন্ত্র করছে বলে দাবী করেন আল্লামা হাসান আজহারী। তিনি বলেন এ আন্দোলনে অসংখ্য সুন্নি ছাত্রজনতা রাজপথে রক্ত দিয়েছে এবং কারাবরণ করেছে। নিহত হওয়ার এক দশকেও মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা ফারুকী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মাওলানা জয়নাল আবেদীন কাদেরী। ধর্ম যার যার দেশ সবার, এ মূলমন্ত্রকে সামনে রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান রাশেদুল ইসলাম রাশেদ।