এম বেলাল উদ্দিন রাউজান: মুফতিয়ে আজম হযরত সৈয়্যদ আমিনুল হক ফরহাদাবাদী (রহঃ)একমাত্র শাহাহাদা ও খলিফা মুফতিয়ে আজম সৈয়্যদ ফয়জুল ইসলাম ফরহাদা বাদী(রহঃ) এর অন্যতম খলিফা রাউজান পশ্চিম ডাবুয়া সৈয়্যদ বাড়ী নিবাসী ও গহিরা কামিল মাদ্রাসার মোহাদ্দিস আল্লামা সৈয়্যদ ফয়েজ উল্লাহ(রহঃ) ৪০তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে (২৯ নভেম্বর) বুধবার বাদ আছর হতে খতমে কোরআন ও মোজমোয়ায়ে ছালাওয়াতে রাসুল(স.),মিলাদ মাহফিল,মোনাজাত,তাবরুক বিতরণ অনুষ্টিত হয়।হুজুরের বড় সাহেবজাদা আলহাজ্ব এডভোকেট সৈয়দ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক সাবেক অধ্যক্ষ হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মা.জি.আ)।হুজুরের শাহাজাদা সৈয়্যদ মাওলানা মুহাম্মদ তৈয়বুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী। ত্বকরির করেন গহিরা আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক আল্লামা সৈয়দ তৈয়বুল আলম আল কাদেরি, আল্লামা মহিউদ্দিন আহমেদ রেজাখান,উপাধ্যক্ষ আল্লমা জসিম উদ্দিন আবেদী।শুভেচ্ছা বক্তব্য রাখেন হুজুরের কনিষ্ট শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ ইউসুফ আমিন। উপস্থিত ছিলেন দারুল ইসলাম কামিল মাদ্রাসার শিক্ষক আল্লামা শামসুল আলম নুরী,উত্তরসর্তা গাউছিয়া মাদ্রাসার সহকারী মৌলভী ও স্থানীয় মসজিদের খতিব আল্লামা আবদুল আজিজ,ফটিকছড়ি ফারুক-এ আজম মাদ্রাসার শিক্ষক আল্লামা নুরুল ইসলাম রেজভী,খতিব আল্লামা আবুল বশর মাইজ ভান্ডারি,গাউছিয়া হক কমিটির সদস্য আল্লামা তরিকুল ইসলাম মাইজ ভান্ডারি,আল্লামা মনসুর রেযভী,মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য মাস্টার জাকের হোসেন,এস এম মহিবুল্লাহ, সাংবাদিক এম বেলাল উদ্দিন,হক কমিটি রাউজান উত্তরের সমন্বয়ক নাজিম উদ্দীন,হাফেজ মাওলানা নুরুল আবছার, হাফেজ মাওলানা পেয়ারুল ইসলাম।এতে নাত ও কালামে মাইজ ভান্ডারী পরিবেশন করেন শায়ের মাওলানা আবদুল মাবুদ ও শায়ের মাওলানা তাজ মোহাম্মদ রেজভী।মিলাদ কিয়াম পরিবেশন করেন সদ্যহ উমরাহ হজ্ব করা হাফেজ মাওলানা আমির খসরু।এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান আলকাদেরী (মা.জি.আ)।
সম্পর্কিত
হজ মুসলিম ঐক্যের প্রতীক
পড়া হয়েছেঃ ৫৫৮ সাইফুল ইসলাম চৌধুরী:- মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মহা-সম্মেলনের নাম হজ। পবিত্র কাবাগৃহকে কেন্দ্র করে মহান প্রভুর সান্নিধ্য লাভের…
৯ ও ১২ই রবিউল আউয়ালের জুলুস সফল করার আহবান জানান তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও গাউছিয়া কমিটি
পড়া হয়েছেঃ ৬৯ নিজস্ব প্রতিবেদক, রাউজান : আগামী ৯ ই রবিউল আউয়াল ১৩ই সেপ্টেম্বর ঢাকায় ও ১২ ই রবিউল আউয়াল…
রাউজানের উরকিরচর জনতা সংঘের তিনদিন ব্যাপী ৫০তম ঈদে মিলাদুন্নবী (দঃ) সম্পন্ন
পড়া হয়েছেঃ ৬৩ নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রাম রাউজান উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী ৫০…