নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরত আল্লামা হাফেজ কারী আবদুস ছোবাহান শাহ আল কাদেরী আল চিশতি মাইজভাণ্ডারী (ক.)”র ৩৩তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয় ৷ বৃহস্পতিবার (০৬ জুলাই) রাউজান সদর ইউনিয়নের ছোবাহানিয়া দরবার শরীফে আয়োজিত ওরশ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মো. নুরুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. নুরুল আনোয়ার, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিন, মাওলানা নুরুল করিম, মো. নুরুল মোস্তফা, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। মাওলানা আলী আকবর তৈয়বীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইলিয়াস নুরী, ইয়াছিন হোসাইন হায়দারী,মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আহসান হাবীব চৌধুরী হাসান। এসময় উপস্থিত ছিলেন আবদুল লতিফ, শওকত হোসেন, সারজু মোহাম্মদ নাছের, মোজাম্মেল হক খোকন, ফজলুল কাদের মেম্বার, ফোরকান মেম্বার, এস এম লিটন, এজাবত উল্লাহ, আবদুস সালাম, ইমরান হোসেন ইমুসহ আরও অনেকে৷ মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।
সম্পর্কিত
মিরসরাইয়ে বন্যা দুর্গত ১৬’শ জনের মাঝে উন্নয়ন সংস্থা অপকা’র খাবার বিতরণ
পড়া হয়েছেঃ ৬০ নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গত ১৬’শ জনের মাঝে খাবার বিতরণ করেছে উন্নয়ন সংস্থা অপকা।…
ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকা হাটহাজারীর ধলইতে অগ্নিকান্ডঃ চার পরিবার নিঃস্ব
পড়া হয়েছেঃ ৪৭০ হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীর ধলই ইউনিয়নের পূর্ব ধলই গ্রামে ৯ জুলাই রবিবার দিবাগত রাতে অগ্নিকান্ড সংঘটিত হয়। ইউনিয়নের…
কর্ণফুলীতে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
পড়া হয়েছেঃ ৫১১ মো. মহিউদ্দিন, কর্ণফুলী : চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার সাম্পান ঘাট এলাকা থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে।…