সুমন দে দ্বিতীয় বারের মত তায়াকোয়ানডো ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত

SUMON DAY PIC

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: দ্বিতীয়বারের মত বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক সুমন দে। ১৫ অক্টোবর রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের রিটার্নিং অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে  নির্বাচিত  ঘোষনা করেন । রাউজানের সন্তান ক্রীড়া সংগঠক সুমন দে তায়াকোয়ানডো ফেডারেশন এর দায়িত্ব ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ