রাউজানের সাবেক এমপি ফজলে করিম আটকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Messenger creation 2A7FEC77 F5D8 46FC B1D6 0E2EEA0D4FB6

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : অবৈধভাবে ভারতে পালানোর সময় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করার খবর ছড়িয়ে পড়লে রাউজানে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি নেতাসহ সর্বস্তরের জনসাধারণ। বৃহস্পতিবার বিকালে হলদিয়া ইউনিয়নে জাতীয়বাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে আমির হাট বাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুসলেম উদ্দীন। হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম, মহিউদ্দিন জীবন,আবুল কাশেম, মোঃ হারুন অর রশিদ।ছাত্রনেতা হুমায়ূন জহিরের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক এম. খোরশেদুল আলম জিকু, বিএন পি নেতা, আহম্মদ মিয়া মেম্বার, নুরুল আলম, মোঃ ইউছুপ,সাহাবু সিকদার, ওমর ফারুক মানিক, আকতার হোসেন, ইঞ্জিনিয়ার ইলিয়াছ, গিয়াস উদ্দিন, হলদিয়া সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শফি, দিদার, নুরুল আলম রিপন, ইলিয়াছ, লোকমান, ফারুক, মহিউদ্দিন, জামাল, ওসমান, মাসুদ, ওসমান, মোহাম্মদ মঞ্জু, মহিউদ্দিন, মনছুর, জলির, এমরান, নজরুল ইসলাম মিজান, ছাত্রনেতা সোলমান বিন ফোরকান, যুবনেতা বাবু, শরীফ প্রমুখ। আনন্দ মিছিলে খুনি, সন্ত্রাসীদের গডফাদার ভূমিদস্যু ফজলে করিম জুন্নুর বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। বিএনপি নেতারা বক্তব্যে বলেন, এ ফজলে করিম জুন্নু বিএনপি নেতা নুরুল আলম নুর হত্যাসহ অংসখ্য নেতাকর্মীকে খুন করেছে। তার দলের ছাত্রনেতা দিদার, বাবর ও মুজিবকে হত্যা করেছে এই জুন্নু।আমরা এই খুনি জুন্নের ফাঁসি চাই।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ