এম কামাল উদ্দিন : রাউজানে খাজা গরীবে নেওয়াজ (রা.)স্মৃতি সংসদ ও এলাকাবাসির যৌথ ব্যবস্থাপনায় হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী রা. এর বার্ষিক ওরশ উপলক্ষে বিশাল খাজা গরীবে নেওয়াজ (রাঃ) কনফারেন্স ২৭ জানুয়ারি শনিবার রাতে মুকারদিঘীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর মুহাম্মদীয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরাতুলহাজ্ব আল্লামা হাসান রেজা আলকাদেরী। মুকার দিঘীর পাড়া জামে মসজিদের খতিব হযরাতুলহাজ্ব আল্লামা আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মুহাম্মদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকার দিঘীর পাড়া জামে মসজিদের সভাপতি হাজী মুহাম্মদ আব্দুর রব্বান,প্রধান বক্তা ছিলেন হাটহাজারী আমান বাজার ছৈয়দিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হযরাতুল আল্লামা মুহাম্মদ নঈম উদ্দিন আলকাদেরী। হযরাতুল আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী,হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান কাদেরী। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আবছার, মুহাম্মদ মিজান, মুহাম্মদ রেজুয়ান,আবদুল হালিম,ডাঃ মানিক,মুহাম্মদ আজগর, মুহাম্মদ এরশাদ, আনোয়ার, শাহাদাত,গোলাম মুস্তাফা প্রমূখ। বক্তারা বলেন, অলিয়ে কেরামের আদর্শ অনুসরণ এবং অনুকরণ করলে মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। পরে দেশ, জাতি ও সমাজের কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পর্কিত
দক্ষিন রাউজানে হেফাজতে ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
পড়া হয়েছেঃ ১৭ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাসুলুল্লাহ (সা:)কে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি…
মহানবীর নামে কোন কটুক্তি ধর্মপ্রাণ মুসলমান সহ্য করতে পারেনা : আল্লামা মছিহুদ্দৌলা (মা.জি.আ)
পড়া হয়েছেঃ ২৩ নিজস্ব প্রতিবেদক, রাউজান : ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবারের পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মা.জি.আ) বলেছেন মহানবী হয়রত…
রাউজানে ২২-তম সুন্নী কনফারেন্স কাল সোমবার সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাহঃ) সালানা ওরশ মোবারক
পড়া হয়েছেঃ ৩৫৭ এম বেলাল উদ্দিন,রাউজান: গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা শাখার আয়োজনে ২২-তম তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স ও দাওয়াতে…