এম কামাল উদ্দিন : সাম্প্রতিক সময়ে বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়া রাউজানের হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
৯ আগস্ট বুধবার সারাদিন ব্যাপী রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের মোবারকখীল, জাম তল,৭ নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট, মোহাম্মদপুর, জারুলতল, ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের আদ্যপীঠ, অলিমিয়া হাট সহ পানিবন্দী বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী প্রদান করেছেন।
জানা যায়, অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে পর্যায়ক্রমে প্রায় ৩৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ৩৮ টন চাউল, ৫ হাজার মানুষের মাঝে রান্না করা খিচুড়ি এবং এলাকাভিত্তিক ১ হাজার মানুষের মাঝে শুকনো খাবার সরবরাহ করেছেন ফারাজ করিম চৌধুরী।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin