রাউজানের পূর্ব গুজরায় শাহ্ সুফি বদি উদ্দীন ফকির (রাঃ) ওরশ ওরশ বুধবার

boduruddin fokur pic raozan

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: প্রখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ্ সুফি আলহাজ্ব বদিউদ্দীন ফকির (রাঃ)- এর ৩২তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ আজ বুধবার। দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওরশ উদযাপন হবে রাউজানের পূর্বগুজরা হামজারপাড়াস্থ দরবারে বদিদিয়া শরীফ প্রাঙ্গণে। এতে বিশিষ্ট ওলমায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত ওরশ শরীফে সকলের উপস্থিতি কামনা করেছেন ৩২তম বার্ষিক ওরশ উদযাপন পরিষদের সভাপতি জাগির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ