এম কামাল উদ্দিন, রাউজান : রাউজানের নোয়াপাড়ায় হযরত ইমাম হাসান ও হোসাইন (রাঃ)স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল আইন উদ্দিন সওদাগরের বাড়ির পশ্চিম পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হয়। চৌধুরীহাট আল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কামরুল ইসলাম আলকাদেরীর সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল উলুম কামিল(এমএ) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আহমদ উল্লাহ ফোরকান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন বাদুরতলা আল আমিন জামে মসজিদের খতিব হযরাতুল আল্লামা মুফতি মুখতার আহমদ রজভী । বক্তব্য রাখেন, ব্যবসায়ী মুহাম্মদ ইয়াছিন তালুকদার, মুহাম্মদ ওয়াসিম বাবুর্চি, মুহাম্মদ, মুহাম্মদ এসকান্দর। নাতে মুস্তফা পরিবেশন করেন শায়ের মুহাম্মদ রবিউল হোসেন রাকিব। মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আব্দুস সালাম,মোহাম্মদ মুজিব, মোহাম্মদ শফী, মোহাম্মদ সালা উদ্দিন, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ জোবায়েদ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জিসান,মোহাম্মদ খোকন, মোহাম্মদ আরমানসহ অসংখ্য উলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মাহফিলে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবীর অর্থ নবীর জন্মদিনের আনন্দোৎসব। পৃথিবীর যে কোনো মানুষের মৃত্যুই তার পরিবার, সমাজ ও দেশের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করে। কিন্তু মহানবী (স.) এর মৃত্যু মানব সমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে শূন্যতার সৃষ্টি করেনি। তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে। রাসুল (স.) যে আদর্শ দিয়ে একটি বর্বর জাতিকে আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুটতে থাকা একটি সমাজকে শান্তির সুশীতল ছায়াতলে এনে দিয়েছিলেন, সেই মহান আদর্শে উত্তরণের কোনো চিহ্ন এখন খুঁজে পাওয়া যায় না। মিলাদ মাহফিলের পাশাপাশি মহানবীর (স.) এর আদর্শ চর্চার প্রয়োজন। শেষে মিলাদ কিয়াম মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
সম্পর্কিত
নোয়াপাড়ায় ২ দিনব্যাপী শোহদায়ে কারবালা ও আল্লামা তৈয়্যব শাহ স্মরণে ওরছ মাহফিল সম্পন্ন
পড়া হয়েছেঃ ৪৮৮ এম কামাল উদ্দিন: রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন গাউছিয়া কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র শোহদায়ে কারবালা ও ইসলামের মহান সংস্কারক…
হজ মুসলিম ঐক্যের প্রতীক
পড়া হয়েছেঃ ৫০৯ সাইফুল ইসলাম চৌধুরী:- মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মহা-সম্মেলনের নাম হজ। পবিত্র কাবাগৃহকে কেন্দ্র করে মহান প্রভুর সান্নিধ্য লাভের…
রাউজানে হযরত রুস্তম শাহ ফকির (রাঃ) ওরশ সম্পন্ন
পড়া হয়েছেঃ ২৬৭ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান উরকিরচর হযরত রুস্তম শাহ’র ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল…