নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের নোয়াপাড়ায় রাউজান -রাঙ্গুনিয়া বাবুর্চি সমিতির উদ্যোগে আলা হযরত আল্লামা আহম্মদ রেজা খান বেরলবীর স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।২৬ ডিসেম্বর মঙ্গলবার বাদে মাগরিব হতে আজিমুশ শান মিলাদ মাহফিল খায়েজ আহমেদ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠনের সভাপতি দিদারুল আলম বাবুর্চির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ফুলমিয়া বাবুর্চি। সংগঠনের সহ সাধারণ সম্পাদক জানে আলম বাবুর্চির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইমাম আবু হানিফা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শের আলী, ব্যবসায়ী তসলিম উদ্দিন।মাহফিলে প্রধান বক্তা ছিলেন কদলপুর মরিয়ম জালাল জামে মসজিদের খতিব হযরত মাওলানা ওসমান গনি আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আজাদুর রহমান আলকাদেরী, মাওলানা হাফেজ রবিউল হাসান কাদেরী। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ ওয়াসিম ,মুহাম্মদ হাসেম , ইয়াকুব , জসিম , আরজু , আজগর , মাহমুদ , নাছের , হোসেন , নেজাম উদ্দিন ,মুবিন ,মুহাম্মদ শরীফ ,বাহাদুর, মুহাম্মদ শফি , আলমগীর ,মুহাম্মদ ইউনুস ,মুহাম্মদ মনজু ,মুহাম্মদ বাবলা ,আশরাফ,আলা উদ্দিন, বাদশাহ , লোকমান ,সেলিম বাবুর্চি প্রমূখ।এসময় বক্তারা বলেন- আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান ফাজেলে বেরলভী (রহঃ) ছিলেন অত্যন্ত মেধা ও প্রজ্ঞাবান মানুষ। ইসলামের প্রায় সকল শাখাতেই তার প্রখর চিন্তা চেতনার ছাপ পাওয়া যায়। তিনি ইসলামী আকায়েদ, ইসলামী দর্শন, তাফসীর, ইসলামী অর্থনীতি, গণিত শাস্ত্রসহ বিভিন্ন বিষয় প্রায় দেড় হাজার গ্রন্থ রচনা করেন। যা যুগ যুগ ধরে মুসলমান সমাজের পাথেয় হয়ে থাকবে। সুতরাং মালিক ইসলাম তথা প্রকৃত ইসলামকে বুঝার জন্য আ’লা হযরত চর্চার কোনো বিকল্প নেই। দশক সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করতে হলে অবশ্যই আ’লা হযরতের চিন্তা, চেতনা ও দর্শনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শেষে মিলাদ কিয়াম আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
সম্পর্কিত
আটরশীর উরসে লাখো মানুষের ভিড়
পড়া হয়েছেঃ ২৭৫ প্রেস বিজ্ঞপ্তি: ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিবছরের মতো এবারেও চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে।…
উরকিরচর গাউসিয়া কমিটির উদ্যোগে হযরত তৈয়্যব শাহ (রহ) এর ওরশ মোবারক অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ১০৮ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজানের উরকিরচরে পবিত্র শোহাদায়ে কারবালা`র স্মরণে ও গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আউলাদে রাসূল (দঃ)…
নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার স্বাগত জুলুস অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ২৬ নিজস্ব প্রতিবেদক, রাউজান : পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র জশনে…