নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রাম রাউজান উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী ৫০ তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) গত ১৩,১৪,১৫ সেপ্টেম্বর উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নানা কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, জশনে জুলুছ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, ইসলামী জ্ঞান কুইজ প্রতিযোগিতার ড্র, পুরষ্কার বিতরণ কর্মসুচি, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,আলোকচিত্র প্রদর্শনী, প্রবাসীদের সম্মাননা, মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। তিনদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রখ্যাত বুজুর্গানে দ্বীন,ওলামায়ে কেরাম,ইসলামী চিন্তাবিদ,সাংবাদিক,বুদ্ধিজীবিগণ উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে তিনদিব্যাপী মাহফিলে আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী, মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা মুফতি মাসউদ রেজভী, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা হাসান রেজা আল কাদেরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামি ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান হযরাতুলহাজ্ব আল্লামা ড, এস এম বোরহান উদ্দিন, ছিপাতলী গাউছিয়া মঈনীয়া বহুমুখী আলিয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির হযরাতুলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নেজামী,ঢাকা গাউছুল আজম জামে মসজিদের খতিব শায়খ আল্লামা সৈয়দ হাসান আল আজহারী,ঢাকা হাবিবিয়া শাহী জামে মসজিদের খতিব শায়খ আব্দুল মোস্তফা রহিম আল আজহারী,আল আমিন বারিয়া দরবার শরীফের শাহজাদা হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়দ মোকাররম বারী,নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব আল্লামা ফখরুদ্দিন আলকাদেরী। ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব নুরুল আমিন, আবু তাহের সওদাগর, সাবেক সভাপতি ডা: মো: নুরুল আবছার, আলহাজ্ব শাহাজাহান আলম, মোহাম্মদ নুর নবী, সাবেক কর্মকর্তা হাবিবুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী,মনছুর আলম মেম্বার, মো: আব্দুল করিম, মো: আবু বক্কর, এন এ বাবুল, মো: মো: মুবিন, ইলিয়াছ, মো: জসিম মেম্বার, শাহাজান, মো: আজাদ, শফিউল আজম, ইলিয়াছ, মোরশেদ মন্টু, রাসেল, কামাল উদ্দিন, মো: খালেদ, ইব্রাহিম বাচা, মো: এয়াকুব, সাইফ খোরশেদ, জাহেদুল আলম ও আইয়ুব, আয় ব্যয় হিসাব প্রধান করেন অর্থ সচিব মুহাম্মদ সাইফুদ্দিন আত্তারীসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
সম্পর্কিত
ইহকাল পরকালের জন্য মাদ্রাসা শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা – আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়ুর রহমান আলকাদেরী
পড়া হয়েছেঃ ৩৮১ এম বেলাল উদ্দিন, রাউজান : চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ…
রাঙ্গুনিয়া বেতাগী শোহাদায়ে কারবালা স্বরণে মাহফিল অনুষ্টিত
পড়া হয়েছেঃ ১৬৪ নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া বেতাগীতে হিজরী নববর্ষ ও আহলে বাইতে রাসুল (স:) এর স্বরণে পীরে কামেল…
রাউজানে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির মাহফিল অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৪২৩ নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্ত্তারকুল দায়রা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:), ফাতেহায়ে…