রাউজানের উত্তর সর্তায় রহমাতুল্লিল আলামিন সম্মেলন সম্পন্ন  

received 3582172328735014

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : পবিত্র ঈদে মিলাদুন্নবী ফাতেহায়ে  ইয়াজদাহুম ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী (ক),র চন্দ্র বার্ষিকী ফাতেহা উপলক্ষে শান-ই রহমাতুল্লিল আলামিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) শনিবার   মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর সর্তা দায়রা শাখার উদ্যোগে উত্তর সর্তা  গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম। উদ্বোধক ছিলেন মোহাম্মদ সরোয়ার সিকদার, প্রধান আলোচক ছিলেন আল্লামা অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজভী। মোহাম্মদ মোশাররফ এর সঞ্চালনায়  তকরির করেন আল্লামা মুফতি মাসউদ রেজভী, মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা মুজিবুল হক।  বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি শেখ মুজিবুর রহমান বাবুল, ওসমান গণি,দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ইউপি সদস্য সরোয়ার আলম, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, জাকের হোসেন মাষ্টার, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,রাউজান প্রেস ক্লাবের সাবেক  সভাপতি এম বেলাল উদ্দিন, প্রফেসর আবু তাহের, মোহাম্মদ আলী মাষ্টার,  মামুন মিয়া, নাজিমুদ্দিন কালু, মিনহাজুর আবেদীন। উপস্থিত ছিলেন আবুল ফজল জাহাঙ্গীর, জিয়াউল করিম,মোহাম্মদ  আক্কাস, কামাল,মোরশেদ, শহিদুল আলম, হেলাল, আলমগীর, জাহাঙ্গীর, সাহাবু সওদাগর, মোহাম্মদ শফি, জয়নাল আবেদীন, আসিফ, তাইসির, হাকিম, দিদার, সেলিম, ফজল করিম, হাসান, ইমরান, তারেক, খালেক, আব্দুর শুক্কুর, আহম্মদ চ্ছাপা, আরিফ, এরশাদ, সেলিম, আবু তৈয়ব, মহিউদ্দিন, রহমান, দুলাল প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ