রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পাহাড়তলি গাউসিয়া কমিটির স্বাগত জুলুস

IMG 20240907 225305

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : পবিত্র মাহে রবিউল আউয়ালকে (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস) স্বাগত জানিয়ে স্বাগত জুলুস  করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলি ইউনিয়ন শাখা । ৭ই সেপ্টেম্বর শনিবার রাউজান উপজেলার দক্ষিণের আওতাধীন ৯ নং পাহাড়তলি ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায়  চট্টগ্রাম কাপ্তাই সড়কের চুয়েট হতে শুরু করে পাহাড়তলি বাজারসহ কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পাহাড়তলি মকবুল টাওয়ারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এই জশনে জুলুসে অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, নানা ধরনের বাণী ও শ্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। গাউছিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফজল আকবর।  সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন  মাওলানা ইলিয়াস নুরী, মুফতি মাওলানা জিল্লুর রহমান হাবিবী, আলহাজ্ব মাওলানা শওকত হোসেন রেজভী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী,মাওলানা সৈয়দ জাহিদ কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক,অর্থ সম্পাদক  ফিরোজুল ইসলাম চৌধুরী,সমাজ সেবক মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, আইয়ুব খান জনি। এসময় আবদুল মাবুদ, হাজী মমতাজ মিয়া,নুরুল আলম কোম্পানি, আজিম কোম্পানি, মাওলানা রেজাউল কবির কাদেরী, শায়ের মাওলানা তৌসিফ রেজা,সৈয়দ এরশাদ মুন্না, আবদুর রহমান, আমিরুল ইসলাম রকি,বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ যুবাইদুল ইসলাম রাকিব সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।স্বাগত জুলুসে বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ