মিরসরাইয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

IMG 20240829 211316

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোছা. ফাবিহা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত ফাবিহা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে। নিহতের আত্মীয় মেহেদী হাসান জানান, রাতে ঘুমের মধ্যে ফাবিহাকে একটা সাপ কামড়ে দেয়। এসময় সে কান্নাকাটি শুরু করলে পাশের ঘরের মানুষের কাছে নিয়ে যান ফাবিহার মা। পরে তাদের সহযোগিতায় প্রথমে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে চার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই মারা যায় সে। তিনি আরও জানান, শিশুর গায়ে সাপে কাটা চিহ্ন ছিল। তবে পরিবারের সদস্যরা সাপ দেখতে পায়নি বলে জানিয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ