মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৪ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা

received 1246449950136166

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা। বন্যার শুরু থেকেই সংগঠনের নেতাকর্মীরা উপজেলার করেরহাট, হিঙ্গুলী, ধুম, ইছাখালী, কাটাছড়া, জোরারগঞ্জ, ইছাখালী ইউনিয়ন ও মিরসরাই পৌরসভায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। বন্যা পরবর্তী গৃহ পুর্নবাসনের লক্ষ্যে মিরসরাই উপজেলা এবং পৌরসভা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৪ টি পরিবারকে ২ বান করে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন রাজু, সাখাওয়াত হোসেন, মোঃ পারভেজ, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিম হোসেন সজীবসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী। কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভলান্টিয়ার টিম।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ