মিছিলে না যাওয়ায় গণশিক্ষা কেন্দ্র বন্ধ করে দেন সাবেক এমপি মোস্তাফিজ

received 1196689451383353

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক বাঁশখালী: বাঁশখালীতে ওলামা লীগের মিছিলে যোগ না দেওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষক শফকত হোসাইন চাটগামীর বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক শফকত হোসাইন চাটগামী বাঁশখালী জলদী দারুল কারীম মাদরাসা মসজিদ কেন্দ্রে কর্মরত শিক্ষক ছিলেন। এই বিষয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করা হয়েছে। জানা যায়, ২০১৫ সালে বাঁশখালী পৌরসভার জলদী দারুল কারীম মাদ্রাসায় ইসলামিক ফাউণ্ডেশনের গণশিক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন দেয়া হয়। যার আইডি নং ২২৯৬৮০৮৯, সোনালী ব্যাংক বাঁশখালী শাখার একাউন্ট নং ১২০২১০১০১৪০১৮। অনুমোদনের পর থেকে ওই কেন্দ্রের শিক্ষক হিসেবে বেতন-ভাতা উত্তোলন করেন শফকত হোসাইন চাটগামী। তিনি ওই গণশিক্ষা কেন্দ্রের একজন নিয়মিত শিক্ষক হলেও ওলামালীগের মিছিলে অংশ না নেয়ায় তৎকালীন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার ওলামা লীগের উপজেলা সভাপতি মাওলানা আকতার ষড়যন্ত্র করে বেতন ভাতা বন্ধ করে দেন। সর্বশেষ ২০২২ সালের ১০ মার্চ তারিখে ব্যাংকে তার বেতন ভাতা যোগ হয়। কিন্তু ২০২৩ সালেও শফকত হোসাইন চাটগামীকে ফাউন্ডেশনের বই উপকরণ দেয়া হয়। বিভিন্ন বৈঠকে সভায় তার স্বাক্ষর নেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক শফকত হোসাইন চাটগামী বলেন, করোনার সময় বাঁশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের হয়ে আমি লাশ দাফন কাজে যুক্ত ছিলাম। বিভিন্ন সময় ওলামা লীগের মিছিল সমাবেশে যোগ দিতে সবার মত আমাকেও চাপ দেয়া হত। মিছিলে না যাওয়ায় বাঁশখালী মডেল কেয়ার টেকার মাওলানা আকতার স্বৈরাচারী কায়দায় আমার বেতন বন্ধ করে দিলেও আমাকে কোন নোটিশ দেননি। আমি এই বিষয়ে তাকে জানালে সে আমাকে এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে আমার বেতন বন্ধ রয়েছে বলে জানায়। এদিকে ইসলামিক ফাউণ্ডেশনের গণশিক্ষা কেন্দ্র দারুল কারীম মাদ্রাসায় বহাল রেখে ওই শিক্ষক তার বেতন ভাতা চালু করার পাশাপাশি আটকে রাখা বেতন ভাতা ফিরিয়ে দিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারকে অভিযোগ দিয়েছেন। বিষয়টি ইতিমধ্যেই ধর্ম উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে জানানো হয়েছে।এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, আমি এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ