এম বেলাল উদ্দিন, রাউজান : দৈনিক ইনকিলাবের ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশীর পিতা প্রবীন আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ শফিউল আলম কুরাইশীর দ্রুত সুস্থতা কামনা করেছেন ইনকিলাবের চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সংবাদ কর্মিরা।বৃহস্পতিবার নিম্মে উল্লেখিত সংবাদ কর্মিরা যৌথ বিবৃতিতে প্রবীন আলেমেদ্বীন ও শিক্ষক শফিউল আলম কুরাইশীর দ্রুত আরোগ্য কামনা করেন।বিবৃতি দাতারা হলেন পটিয়া উপজেলা সংবাদদাতা নূর হোসাইন, হাটহাজারী উপজেলা সংবাদদাতা আছলাম পারভেজ, রাউজান উপজেলা সংবাদদাতা মাওলানা এম বেলাল উদ্দিন, রাঙ্গুনীয়া উপজেলা সংবাদদাতা নুরুল আবছার, আনোয়ারা উপজেলা সংবাদদাতা জাহেদুল হক,সাতকানিয়া উপজেলা সংবাদদাতা সৈয়্যদ জোনায়েদ মুহাম্মদ হাবিব উল্লাহ, লোহাগাড়া উপজেলা সংবাদদাতা তাজউদ্দিন,চন্দনাইশ উপজেলা সংবাদদাতাকাজী মুহাম্মদ মহসিন,মীরসরাই উপজেলা সংবাদদাতা মুমিনুল হক প্রমুখ।এদিকে পিতার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক জাহেদ কোরাইশী ও পরিবারের সদস্যবর্গ।
উল্লেখ্য,প্রবীন আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ শফিউল আলম কুরাইশী বার্ধক্যজনীত রোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন বৃহস্পতিবার বিকাল থেকে।