মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখার কাউন্সিল অনুষ্ঠিত

raozan hoq comite pic scaled

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা- ২এর বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  ১৮ ডিসেম্বর সোমবার বাদে এশা চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়স্থ হলে অনুষ্ঠিত হয় মাইজভাণ্ডারী গাউসিয় হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি সৈয়দ ফরিদুল আলমের সভাপতিত্বে। রাউজান উপজেলার সমন্বয়কারী আলী মাষ্টারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয় হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয় হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এইচ এস জসিম উদ্দিন জিকু, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, জাকের হোসেন মাষ্টার, প্রফেসর আবু তাহের, সালাউদ্দিন, সমন্বয়কারী মামুন মিয়া, আনিস উল খাঁন বাবর, নাজিমুদ্দিন কালু। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ নির্দেশিত ও উপজেলা ক. জোনের সমন্নয়কারীর উদ্যোগে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ৩ নং চিকদাইর ইউনিয়ন শাখার-২ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে আবু আক্কাস উদ্দিন মানিক সভাপতি ও সুলতান আহম্মেদ সবুজকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট সদস্য কমিটি ঘোষণা দেন মাইজভাণ্ডারী গাউসিয় হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি সৈয়দ ফরিদুল আলম।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ